Friday, 16 October 2015

NOR gate to NOT, AND OR gate Execution

Nor Gate to Not gate
NOR গেটে একইজাতীয় ইনপুট দুইবার ব্যবহার করলে NOR গেইটটি NOT গেইট হিসাবে কাজ করে। সে হিসাবে 0 ইনপুট দিলে 0+0 = 0 এবং 0 এর উল্টো 1 হবে। অর্থাৎ ইনপুট দিলাম 0 কিন্তু পাব 1. তাই এই অবস্থায় নর গেইটটি নট গেট হিসাবে কাজ করবে।
Nor Gate to OR gate
নর গেটে ভিন্ন দুটি ইনপুট দিয়ে দুইবার নর গেট ব্যবহার করলে নর গেইটটি অর গেইট হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে প্রথমবারের ইনপুট দুটিকে নর গেটে ব্যবহার করে যে আউটপুট পাওয়া যাবে তাকে নর গেটে ডাবল ইনপুট দিতে হবে। নিম্নের চিত্র থেকে বিষয়টি বুঝা যাবে।
Nor Gate to AND gate
দুটি নর গেটে আলাদাভাবে একই ইনপুট দুইবার ব্যবহার করে যে আউটপুট দুটি পাওয়া যাবে তাকে অপর একটি নর গেটে ইনপুট করলে যে আউটপুট পাওয়া যাবে তা অ্যান্ড গেইট হিসাবে কাজ করবে। নিম্নের চিত্র থেকে বিষয়টি বুঝা যাবে।
NOR gate to NOT, AND, OR gate together

No comments:

Post a Comment